Shei Chena Raasta - Arko | Anindya Chatterjee & Antasheela Ghosh - Arko Lyrics
তোর শহরে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখা দায়,
মনটা রাস্তা নেয় বানিয়ে
নিবিড় কুয়াশায়।
ছুটবে হাসি, ফুটবে কথা
নতুন ঠোঁটের গায়,
রূপকথার ওই exaggeration
সত্যি হয়ে যাবে প্রায়।
হয়ে থতমত, ইচ্ছে কত শত
সাহস করে সঞ্চয়,
যেন ডানা মেলে উড়ে যাবে সব ফেলে
সত্যি এমনকি হয়?
সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।
দিনের শেষে, এক নিমেষে
দেখতে চাওয়ার টান,
সঙ্গে হাঁটা, সঙ্গে থামা
সঙ্গে থাকার গান।
হয়তো দূরে, তোর দুপুরে
স্মৃতির কৌতুহল,
ইচ্ছে নদী, ঝড় এসেছে
নৌকো ভরা জল।
কাজ বেড়ে চলে
আর লোক দলে বলে
আমাকে আবছা বানায়।
তোমার আঁখি দুটি,
আমার প্রিয় ছুটি;
আর যে পালাবো কোথায়?
সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।
স্বপ্ন দেখা দায়,
মনটা রাস্তা নেয় বানিয়ে
নিবিড় কুয়াশায়।
ছুটবে হাসি, ফুটবে কথা
নতুন ঠোঁটের গায়,
রূপকথার ওই exaggeration
সত্যি হয়ে যাবে প্রায়।
হয়ে থতমত, ইচ্ছে কত শত
সাহস করে সঞ্চয়,
যেন ডানা মেলে উড়ে যাবে সব ফেলে
সত্যি এমনকি হয়?
সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।
দিনের শেষে, এক নিমেষে
দেখতে চাওয়ার টান,
সঙ্গে হাঁটা, সঙ্গে থামা
সঙ্গে থাকার গান।
হয়তো দূরে, তোর দুপুরে
স্মৃতির কৌতুহল,
ইচ্ছে নদী, ঝড় এসেছে
নৌকো ভরা জল।
কাজ বেড়ে চলে
আর লোক দলে বলে
আমাকে আবছা বানায়।
তোমার আঁখি দুটি,
আমার প্রিয় ছুটি;
আর যে পালাবো কোথায়?
সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।
0 Comments