Jiggasha Lyrics (জিজ্ঞাসা) Mahtim Shakib Song

Jiggasha Lyrics by Mahtim Shakib



Jiggasha Lyrics by Mahtim Shakib :

Jiggasha Song is Sung by Mahtim Shakib Bangla Song. Music Composed by Tasnuv, Bulet And Shuvo. Jiggasha Song Lyrics In Bengali Written by Mahtim Shakib.

Song : Jiggasha
Vocal, Lyrics & Tune : Mahtim Shakib
Music : Tasnuv, Bulet & Shuvo
Mix and Master : Tasnuv N Rahman
Video Director: Mahtim Sakib
Label : Gaanchill Music

Jiggasha Song Lyrics In Bengali :

শোন একটা প্রশ্ন তোমার কাছে
আমি কি তোমার হতে পারি?
তোমার নামে নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি।

উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।

বেনামী হাজার চিন্তা
প্রতি প্রহরে,
রাত'দুপুর সময় না জেনে
আমায় ঘিরে ধরে।

হাজার কাজের মাঝে
তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে।

উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।

জিজ্ঞাসা লিরিক্স - মাহতিম শাকিব :
Shono ekta proshno tomar kache
Ami ki tomar hotey pari
Tomar naame naam ta jure diye
Hoye jete chai ekanto tomari
Udashi mon tomar gaane
Shoto jiggashar anumane
Sure sure duti praane
Bhalobasha kache taane
Benami hajar chinta proti prohore
Raat dupur somoy na jene
Amay ghire dhore
Hajar kajer majhe
Tui je mone baaje
Dekhte chai tomay nojore


Post a Comment

0 Comments