Mon Poboner Kheya Lyrics by Imran And Kona :
Mon Poboner Kheya Song is Sung by Imran Mahmudul And Kona. Music Composed by Sajid Sarker. Hariye Gechi Jeno Mon Poboner Kheyay Lyrics In Bengali Written by Anwar Hossain Ador.Song : Mon Poboner Kheya
Singer : Imran & Kona
Lyrics : Anwar Hossain Ador
Tune & Music : Sajid Sarker
Lyrical Video : Sagor Hossain
Label : Gaanchill Music
Mon Poboner Kheya Song Lyrics In Bengali :
নীল খুঁজে পাই যদি ওই দু'চোখেসে চোখেই দেখবো আকাশ,
হোক না সীমানা পেরিয়ে তা
তোমাতেই আমার বসবাস।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলো না..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
হো.. ঢেউয়ে ঢেউয়ে নদী জলে
অচেনা অতলে হারিয়ে মন যাক না ..
চোখে নিয়ে ভালোবাসা,
মেঘের নায়ে ভাসা অজানা ঠিকানা।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলো না ..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
চোখে চোখে হেসে বলে
স্বপ্নেরা দলে দলে সাজিয়ে রাত থাকো না।
হাত ছুঁয়ে দাও ভুলে,
আঙ্গুলে আঙ্গুলে না বলা কথা আঁকো না।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলোনা ..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
হো.. তোমার ভালোবাসায়, হা হা..
হারিয়ে গেছি যেন, হা হা..
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
মন পবনের খেয়া লিরিক্স - ইমরান, কণা :
Neel khuje pai oi duchokhe
Se chokhei dekhbo akash
Hok na simana periye taa
TOmatei amar bosobas
Mele diye hridoy dana
Sekhanei vese jai cholo na
Tomar bhalobashay ghor katena neshay
Hariye gechi jeno mon poboner kheyay
Tomar kache ashay othoi vabonay
Dube achi je dujon mon deya neyay
0 Comments