Chhonnochhara Mon Lyrics (ছন্নছাড়া মন) Tansener Tanpura 2 Web Series




Chhonnochhara Mon Lyrics from Tansener Tanpura 2 :

Chhonnochhara Mon Song Is Sung by Somlata Acharyya Chowdhury, Jimut Roy And Soham Chakrabarty from Tansener Tanpura Part 2 Hoichoi Web Series Song. Starring: Vikram Chatterje, Rupsa Chatterjee, Jayati Bhatia, Sujan Mukherjee, Bhaskar Banerjee, Debshankar Haldar, Subhasish Mukherjee And Others. Music Composed by Joy Sarkar And Chhonnochara Mon Lyrics In Bengali Written by Srijato.

Song : Chhonnochhara Mon
Singers : Somlata Acharyya Chowdhury, 
Jimut Roy & Soham Chakrabarty
Music Director : Joy Sarkar
Lyricist : Srijato
Programming : Sabuj-Ashish
Mixing and Mastering : Goutam Basu
Director : Soumik Chattopadhyay
Story and Screenplay : Sougata Basu
Label : SVF Music

Chhonnochhara Mon Song Lyrics In Bengali :

ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না,
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না,
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে,
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে ..

ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ। 

এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল। 
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মানজিল,
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল?

কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না,
মেঘে মেঘে তার ছোট পাড়াও যেন
ঘিরতে পারবে না। 

বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে,
প্রেমিকেরা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে ..

ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ। 

এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল। 
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মানজিল,
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল?
মলা .. মলা ....

ছন্নছাড়া মন লিরিক্স - তানসেনের তানপুরা ২ :
Bhalobeshe jodi dhore thako mutho
Charte parbe na
Bhalobasha jodi diye thako taake
Karte parbe na
E shohore joto ful futeche
Sob ekdin jhore jabe
Premikera tobu banda nachor
Se kabboi kore jaabe
Ore chhonnochara mon
Tor ki je hoy kokhon
Tui ekla thak, ei mitthey daak
Tor sarao deowa baron


Post a Comment

0 Comments