Swapno Michhil Lyrics by Anwesshaa And Shovan Ganguly



Swapno Michhil Lyrics by Anwesshaa And Shovan Ganguly :

Swapno Michhil Song Is Sung by Anwesshaa Dattagupta And Shovan Ganguly. Music Composed by And Raatgulo Amar Swapno Michil Lyrics In Bengali Written by Anwesshaa. Song Mixing and Mastering by Som Chakraborty.

Song : Swapno Michhil
Vocals : Anwesshaa and Shovan Ganguly
Lyrics & composition : Anwesshaa
Music production : Akshay Menon
Sitar : Subhas Bose
Video Direction & Editing : Vivek Bhowmick
Poster Design : Sushovan Moshan
Music label : Anwesshaa Official

Swapno Michhil Song Lyrics In Bengali :

নিসা রে মা নিসা, নিসা রে মা নিসা,
নিসা নি, ধা মা পা  আ..
রেমা পা নি ধা পা, মা পা নি ধা পাধা পাধা পা 
মা রে নি সা আ..
রেমা পা নি ধা পা, মা পা নিসা রে 
সানি সা, নি, ধা, পা, মা গা রে সা 
সা, নি, ধা, পা, মা গা রে সা আ..

রাতগুলো আমার স্বপ্ন মিছিল 
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল,
আ..
রাতগুলো আমার স্বপ্ন মিছিল 
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল,
আমি কবিতা হলে তুমি অন্তঃমিল 
আমি বৃষ্টি তুমি রামধনুর নীল,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল 
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল।  

নিসা রে মা নিসা, নিসা রে মা নিসা,
নিসা নি, ধা মা পা  আ..
রেমা পা নি ধা পা, মা পা নি সা রে 
সা রে গা, মা রে সা,
রেমা পা নি ধা পা, মা পা নি সা রে 
সা রে গা, মা রে সা,
সা নি সা রে সা নি সা, 
পা মা পা নি পা মা পা,
সা নি সা রে সা নি সা। 

না বলে আসা কিছু ভাবনাদের স্বভাব 
তোমার স্পর্শের মত..
পা ধা মা ধা পা, রে পা মা গা রে 
পা ধা মা ধা পা, রে পা মা গা রে 
নি রে সা নি সা,
সাসা রেরে মামা পা আ..
না বলে আসা কিছু ভাবনাদের স্বভাব 
তোমার স্পর্শের মত,
শেষ না হওয়া আলিঙ্গনের ভাষা 
বলছে কথা কত,
প্রেম পোহানো দিন আমাকে জড়ায় 
তোমার অভিমান আমাকে পোড়ায়,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল 
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল। 

স্মৃতির হাইওয়েতে জমছে ক্লান্ত দিন
নিদহারা রাতেরা .. 
স্মৃতির হাইওয়েতে জমছে ক্লান্ত দিন
নিদহারা রাতেরা,
মনটা যাযাবর তাইতো নোই আমি
আজ তুমি হারা।  

তোমার শব্দেরা সুর খুঁজে বেড়ায় 
মন খারাপ করা গান হয়ে যায়,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল 
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল,
আমি কবিতা হলে তুমি অন্তঃমিল 
আমি বৃষ্টি তুমি রামধনুর নীল,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল 
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল।  

স্বপ্ন মিছিল লিরিক্স - অন্বেষা, শোভন গাঙ্গুলী :
Raatgulo amar shopno michil
Supto icchera tara jhilmil
Ami kobita hole tumi ontomil
Ami brishti tumi ramdhanur neel
Na bole asha kichu vabnader shobhab
Tomar sporsher moto
Sesh na howa alingoner bhasha
Bolche kotha koto
Prem pohano din amake joray
Tomar obhiman amake poray