Je Bikele Lyrics by Pousali Banerjee :
Je Bikele Song Is Sung by Pousali Banerjee. Music Composed by And Song Lyrics In Bengali Written by Sainik Dey. Song Mixing Mastering by Tarun Das.
Song : Je Bikele
Singer : Pousali Banerjee
Lyrics, Music, Arrangement : Sainik Dey
Filmed By : A Silhouette Story
DOP : Apratim Dutta, Shkya Roy Choudhury
Edit CC & DI : Apratim Dutta
Production Coordinator : Arjun Saha
Digital Partner : Bengal Web Solution
Je Bikele Song Lyrics In Bengali :
যে বিকেলের সঙ্গী আমার তুই
সেই বিকেলে রোদের আলো ছুঁই,
যে বিকেলের সঙ্গী আমার তুই
সেই বিকেলের রোদের আলো ছুঁই,
থাকি ইচ্ছে করে তোর আদরে
স্বপ্নগুলো ঘুমচাদরে রোজ,
আছে বন্দি হয়ে মনটা আমার
চলছে শুধু নিয়ম ভাঙার খোঁজ।
ছিলো সকাল, সে মহাকাল
হিসেব বিশ কিবা উনিশ,
ঝরছে তারা আজ হয়েছে সারা কাজ
করছে চাঁদ কুর্নিশ,
যে দুপুরের রঙ্গীন আড়াল
ভেঙেছে মন যে বেড়াজাল,
পাশফিরে তারা দিচ্ছে পাহারা
থাকছেনা সে হাল,
যে তারাদের সঙ্গে গেলি তুই
ইচ্ছে সে তারাদের আজও ছুঁই,
থাকি ইচ্ছে করে তোর আদরে
স্বপ্নগুলো ঘুমচাদরে রোজ,
আছে বন্দি হয়ে মনটা আমার
চলছে শুধু নিয়ম ভাঙার খোঁজ,
হুঁ হুঁ.. চলছে শুধু নিয়ম ভাঙার খোঁজ।
যে বিকেলে লিরিক্স - পৌষালী ব্যানার্জী :
Je bikeler songee amar tui
Sei bikele roder aalo chui
Thaki icche kore tor adore
Shopnogulo ghumchadore rooj
Ache bondi hoye monta amar
Cholche shudhu niyom vangar khoj
Chilo sokal je mohakal
Hiseb bish kiba unish
Jhorche tara aaj hoyeche sara kaaj
Korche chand kurnish
0 Comments