Prostab Lyrics by Odd Signature :
Prostab Song is Sung by Moontasir Rakib and Ahasan Tanvir Pial From Odd Signature. This Song Mixed, Mastered and Recorded by Sajid Sadat Khan at Sj Studio.
Song : Prostab
Vocals : Moontasir Rakib and Ahasan Tanvir Pial
Composition : Odd Signature
Lyrics and Tune : Moontasir Rakib
Ukulele and Guitar : Arnam Amitab
Guitar Rhythm : Ektedar Sakin
Guitar Solo : Ahasan Tanvir Pial
Drums : Akib Ahmed
Bass : Tahmid Rayan Onindo
Prostab Song Lyrics In Bengali :
গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিলো কত শত কবিতায়,
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা,
যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি
যা জমা থাকে আমার মনে মাঝে।
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়,
আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার ..
ও ওও ..
সেই কল্পনায় আঁকা আল্পনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়,
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা
তোমায় নিয়ে লেখা এই কবিতা।
সেই কবিতার ছন্দটা তুমি
মিশে থাকা প্রতি অক্ষরে আমি,
জানা নেই কি হতে পারে শেষটা
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার ..
ও ওও ..
প্রস্তাব লিরিক্স - অড সিগনেচার :
Gune gune dekhi obelar Shopnotay
Anka chilo koto shoto kobitay
Shopner Sei kobitar chhondote
Mishe chilo Tar hasimakha chobita
Jaa anka chilo odbhut rong Tuli
Jaa joma thake amar mone majhe
Bor hoye ami chorchi ghoray
Arale tumi lukiye Acho Bou seje
Amar ei Shopno ki shudhu
Shopno hoye hasabe amay
Temon sahos nei amar
Tomake kivabe Prostab janai
0 Comments