Uposonghar Lyrics from Golpo Bengali Album Song Is Sung by Saydur Rahman Nuhad



Uposonghar Lyrics from Golpo Bengali Album :

Uposonghar Song Is Sung by Saydur Rahman Nuhad from Golpo Bengali Album. Starring: Onib Afsar And Sanjida Hridy. Sob Golper Uposonghar Hoyna Lyrics In Bengali Written by Shovon Ashraf. Song Mixing And Mastering by Sajid Sadat Khan.

Song : Uposonghar 
Album Name : Golpo 
Vocal & Guitar : Saydur Rahman Nuhad
Lyrics & Tune : Shovon Ashraf
Music Composed by : Golpo 
Guitar : Bindu Birol
Bass : Esan Hasan
Drums & Reciting : Shovon Ashraf
Keyboard : Sayor Dabba Ghosh
Band Manager : Iqbal Mahmud
Video Credits : ROT Production
Editing & colour : Saydur Rahman Nuhad 
Cinematography : Neazmul Siam, Rayhan Hassan
& Jahidur Reum

Uposonghar Song Lyrics In Bengali :

আবৃত্তি :
একই আকাশের নিচেই তো আছি
না হোক এক শহর,
বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও
পাগলটা ঠিক ভাববে,
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়
সব গল্পের উপসংহার হয়না। 

গান :
আমার স্তব্ধ বিকাল
তোমার ব্যস্ত সময়,
আমার মনের আকার
তোমার নিঝুম সন্ধ্যা। 

তোমার গল্পে আমি থেকেও নেই
তবুও আমার গল্পে ভেবে যাই। 

কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো,
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো,
বন্ধু .. ফিরে এসো, এসো না। 

আবৃত্তি :
মনে পড়ে? তোমার কি মনে পড়ে?
আমার বাঁকা হাতের লেখা,
চিঠিগুলোর কথা?
কত আবেগ, কত ভালোবাসা জমা ছিলো!
এখন, শুধুই অপূর্ণতা
যেখানে আমার প্রাপ্তির তালিকায়
তুমি! অসীম শুন্যতার নাম। 

গান :
আমার ক্লান্ত আকাশ
তোমার চিহ্ন গুলো,
আমার ভেজা দুঃখ
তোমার বৃষ্টি বিলাস। 

তোমার গল্পে আমি থেকেও নেই
তবুও আমার গল্পে ভেবে যাই। 

কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো,
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো,
বন্ধু .. ফিরে এসো, এসো না। 

আবৃত্তি :
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়
সব গল্পের উপসংহার হয়না। 

উপসংহার লিরিক্স - গল্প :
Eki akasher nichei toh achi
Na hokh ek shohor
Brishti dekhe pagoltar kotha na vableo
Pagolta thik vabbe
Odhora majhe majhe valobashar rong bodlay
Shob golper uposonghar hoy na
Amar stobdho bikal
Tomar besto somoy
Amar moner akar
Tomar nijhum sondhya
Tomar golpe ami thekeo nei
Tobuo amar golpe vebe jai
Kichu kotha ekhono tomay bolar baki chilo
Kichu opurnotai amar majhe roye gelo
Bondhu phire esho na