Behaya Lyrics by Lagnajita Chakraborty :
Behaya Song Is Sung by Lagnajita Chakraborty from Ekannoborti Bengali Movie. Starring: Aparajita Adhya, Sauraseni Maitra, Kaushik Sen, Ananya Sen And Others. Music Composed by Mainak Mazoomdar. Song Lyrics In Bengali Written by Nilanjan Chakraborty.
Song : Behaya
Film Name : Ekannoborti
Singer : Lagnajita Chakraborty
Lyrics : Nilanjan Chakraborty
Composer : Mainak Mazoomdar
Mixed & Masterd by : Mohit Shankar
Directed by : Mainak Bhaumik
Presented By : Prasen'er Dolbol
Label : SVF
Behaya Song Lyrics In Bengali :
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে।
আমাদের গল্পগুলো ...
আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে।
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে।
আমাদের গল্পগুলো ...
আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।
আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই,
নিজেদের মন ভাঙবো
নিজেই নেব জুড়ে।
জীবনের নতুন বানান
লিখবো দুজন আজীবনে,
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে।
আমাদের গল্পগুলো ...
আমাদের গল্প গুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে।
বেহায়া লিরিক্স - লগ্নজিতা চক্রবর্তী :
Amader golpo gulo
Alpo somoy ghor patalo
Tarpor poth haralo Tomay amay niye
Agey jodi bujhto tara
Moner nodir tol pabena
Behaya mukh porato Onno kothao giye
Amader golpogulo
Ek lafetei akash chowa
Ashmani rong makhto Jadur chori diye
Boba shob muhurtoder
Shunto kotha chupti kore
Bole naki ghor banabo ramdhanuder niye
Amader golpogulo
lagam chara shopno chilo
Bhore tar chokchoke rod bristi chilo raate
Ek khana jahaj bari
sekhan thekei jhorna shuru
Kotha chilo dujon milei shopno dekhbo taate
Amader icche chilo hariye jabo icche korei
Nijeder mon vangabo
Nijei nebo jure Jiboner notun banan
likhbo dujon aajibone
Preme rooj shobdo boshuk
Khamkheyaler sur e
0 Comments