Aji Hote Shoto Borsho Pore Poem Lyrics by Rabindranath Tagore :
Aji Hote Shoto Borsho Pore Poem Recited by Bratati Bandyopadhyay. Same Bengali Kobita Abritti by Amitava Nath, Madhumita Basu, Sroat Ahmed And Many Various Artists In Their Own Way. 1400 Saal Aji Hote Shoto Borsho Pore Poem Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
Poem : Aji Hote Shoto Borsho Pore (1400 Saal)
Written by : Rabindranath Tagore
Poetry Book : Chitra
Recited by : Bratati Bandyopadhyay
Aji Hote Shoto Borsho Pore Poem Recitation :
Aji Hote Shoto Borsho Pore Poem Lyrics In Bengali :
১৪০০ সাল - রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : চিত্রা
আজি হতে শতবর্ষ পরে,
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে,
আজি হতে শতবর্ষ পরে।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ,
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
আজিকার কোনো রক্তরাগ,
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
তোমাদের করে,
আজি হতে শতবর্ষ পরে।
তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার
বসি বাতায়নে,
সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি
ভেবে দেখো মনে,
একদিন শতবর্ষ আগে,
চঞ্চল পুলকরাশি কোন্ স্বর্গ হতে ভাসি
নিখিলের মর্মে আসি লাগে,
নবীন ফাল্গুনদিন, সকল বন্ধনহীন
উন্মত্ত অধীর,
উড়ায়ে চঞ্চল পাখা, পুষ্পরেণু গন্ধমাখা
দক্ষিণসমীর,
সহসা আসিয়া ত্বরা, রাঙায়ে দিয়েছে ধরা
যৌবনের রাগে,
তোমাদের শতবর্ষ আগে।
সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে
কবি এক জাগে,
কত কথা পুষ্পপ্রায়, বিকশি তুলিতে চায়
কত অনুরাগে,
একদিন শতবর্ষ আগে।
আজি হতে শতবর্ষ পরে
এখন করিছে গান সে কোন্ নূতন কবি
তোমাদের ঘরে?
আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন
পাঠায়ে দিলাম তাঁর করে,
আমার বসন্তগান, তোমার বসন্তদিনে
ধ্বনিত হউক ক্ষণতরে,
হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব
পল্লবমর্মরে,
আজি হতে শতবর্ষ পরে।
আজি হতে শতবর্ষ পরে বাংলা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর :
Aaji hote shotoborsho pore
Ke tumi poricho bosi amar kobitakhani
Koutuholbhore
Aji hote sotoborsho pore
Aaji nobobosonter probhater anonder
Leshmatro bhag
Aajikar kono phul bihonger kono gaan
Ajikar konoroktoraag
Anuraage sikto kori paribo na pathaite
TOmader kore
Aji hote shotoborsho pore
0 Comments