Basibo Valo Shudhu Tomare Lyrics by Imran Mahmudul And Kona :
Basibo Valo Shudhu Tomare Song Is Sung by Imran Mahmudul And Kona from Ural Pakhi Bangla Natok Song. Starring Tawsif Mahbub And Keya Payel. Music Composed by Sojib. Basibo Valo Shudhu Tomare Lyrics In Bengali Written by Ahmed Risvy. Ural Pakhi Bengali Drama Directed by Jakaria Showkhin.
Song : Basibo Valo Shudhu Tomare
Drama : Ural Pakhi
Singer : Imran Mahmudul & Kona
Lyrics : Ahmed Risvy
Tune : Najir Mahamud
Music : Sojib
Director : Jakaria Showkhin
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
Basibo Valo Shudhu Tomare Song Video :
Basibo Valo Shudhu Tomare Song Lyrics In Bengali :
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
সখি তোমারে রাখিব খুব আদরে
হো.. সখি তোমারে রাখিব খুব আদরে।
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে।।
কি জাদু করেছো, কি মায়া করেছো
পারিনা তোমারে ভুলিতে,
চোখেরই কাজলে, সুখেরই আঁচলে
রয়েছো মিশে তুমি প্রাণেতে।
জনমে জনমে তোমারে গো চাই
মরণেও পাই যেন ওপারে ..
সখি তোমারে বাঁধিবো, তোমারই থাকিবো
বাসিবো ভালো শুধু তোমারে।।
ডুবিলে ডুবিবো, ভাসিলে ভাসিবো
তোমারই দু হাত ধরিয়া,
মরিলে মরিবো, বাঁচিলে বাঁচিবো
কখনো যাবো না ছাড়িয়া।
জনমে জনমে তোমারে গো চাই
মরণেও পাই যেন ওপারে ..
সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
বাসিব ভালো শুধু তোমারে,
বাসিব ভালো শুধু তোমারে।।
বাসিব ভালো শুধু তোমারে লিরিক্স - ইমরান মাহমুদুল ও কণা :
Sokhi tomare bandhibo tomari thakibo
Basibo valo shudhu tomare
Sokhi tomare rakhibo khub adore
Sokhi tomare bandhibo tomari thakibo
Basibo bhalo shudhu tomare
Ki jadu korecho ki maya korecho
Parina tomare bhulite
Chokheri kajole sukheri anchole
Royecho mishe tumi praanete
Jonome jonome tomare go chai
Moroneo pai jeno opare
Dubile dubibo vasile vasibo
Tomari du haat dhoriya
Morile moribo banchile banchibo
Kokhono jabo na chariya
Sokha tomare bandhibo tomari thakibo
Basibo valo sudhu tomare
News About Ural Pakhi Bengali Natok Song Basibo Valo Shudhu Tomare Lyrics Information In Bengali Font : জাকারিয়া সৌখিন পরিচালিত এবং তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত উড়াল পাখি বাংলা নাটকের গান বাসিব ভালো শুধু তোমারে গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। বাসিব ভালো শুধু তোমারে গানের লিরিক্স লিখেছেন আহমেদ রিজভী।
0 Comments