Govire Lyrics from Priyotoma Bengali Movie Song Is Sung by Rehaan Rasul And Priyanka Gope


Govire Lyrics from Priyotoma :

Govire Song Is Sung by Rehaan Rasul And Priyanka Gope from Priyotoma Bengali Movie. Featuring Shakib Khan And Idhika Paul. Tune And Music Composed by Sajid Sarker. Govire Lyrics In Bengali Written by Zahid Akbar. Priyotoma Bengali Film Directed by Himel Ashraf, Presented by Versatile Media.

Song : Govire
Film : Priyotoma 
Singer : Rehaan Rasul & Priyanka Gope
Lyrics : Zahid Akbar
Tune & Music : Sajid Sarker
Director : Himel Ashraf
Produced by : Arshad Adnan
Label : The Abhi Kathachitra

Govire Song Video :

Govire Song Lyrics In Bengali :

বুকেরই ভেতরে গভীর করে 
লিখেছি তোমাকে কত আদরে,
সবুজের সাঁতারে, মেঘ ছোঁয়া পাহাড়ে 
নির্বাক দেখি মুগ্ধ আহারে। 

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা 
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা 
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা। 

প্রিয়তমা ..

আকাশের কবিতায়, আছো কি যে মায়ায় 
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়। 
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায় 
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়। 

হৃদয় জুড়ে প্রিয় উপমা ..

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা 
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা 
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা। 

জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায় 
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়। 
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায় 
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়। 

অনেক কথাই আছে জমা ..

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা 
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা 
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা। 

গভীরে লিরিক্স - রেহান রাসুল ও প্রিয়াঙ্কা গোপ :
Bukeri vetore govir kore
Likhechi tomake koto adore
Sobujer satare megh chowa pahare
Nirbak dekhi mugdho ahare
Akashe akashe jwalo purnima
Valobashi boro beshi priyotoma
Aksher kobitay acho ki je mayay
Valobeshe tomake batase likhe jaay
Hridoy jure priyo upoma
Akashe akashe jwalo purnima
Bhalobashi boro beshi priyotoma
Jiboner majhtay ghor laga purotay
Mone mone ontore tomake bune jaay
Onek kothai ache joma
Akashe akashe jwalo purnima
Valobasi boro beshi priyotoma

News About Priyotoma Movie Song Govire Lyrics Information In Bengali Font : হিমেল আশরাফ পরিচালিত এবং শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা বাংলা সিনেমার গান গভীরে গানটি গেয়েছেন রেহান রাসুল ও প্রিয়াঙ্কা গোপ। গানটির সুর দিয়েছেন সাজিদ সরকার। গভীরে গানের লিরিক্স লিখেছেন জাহিদ আকবর।