Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics by Rahul Dutta :
Phir Aur Kya Chahiye Bengali Version Song Is Sung by Rahul Dutta. Originally Hindi Version Song Is Sung by Arijit Singh. Originally Music Composed by Sachin-Jigar. Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics Written by Somraj Das. Peyechi Toke Er Beshi Bengali Version Sung by Rahul Dutta. Hindi Version Lyrics Written by Amitabh Bhattacharya.
Song : Phir Aur Kya Chahiye Bengali Version
(Peyechi Toke Er Beshi)
Singer : Rahul Dutta
Lyrics : Somraj Das
Originally Music by : Sachin-Jigar
Label : Saregama Bengali
Phir Aur Kya Chahiye Bengali Version Song Video :
Phir Aur Kya Chahiye Song Lyrics In Bengali Version :
চেয়েছি তোকে আমি,
তুই যে ভীষণ দামী,
থেকে যা সাথে আমার
জনম জনমে এভাবেই।
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন,
হলি যে কবে
আমার বাঁচার কারণ।
থাকবো পাশে
সুখে, দুঃখে আজীবন,
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন।
বলে দে.. আমায়
রেখে দে.. হৃদয়,
একটা জীবন, পড়ছে যে কম,
তোকে ভালোবেসে এভাবে।
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন,
হলি যে কবে
আমার বাঁচার কারণ।
থাকবো পাশে
সুখে, দুঃখে আজীবন,
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন।
বুঝে নে, বুঝে নে,
বুঝে নে, নে আমাকে,
বুঝে নে, বুঝে নে,
বুঝে নে, নে আমাকে,
রেখে দে হৃদয় মাঝারে।
ঘুম ভাঙ্গা ভোরে, তোরই আদরে
হয় যে শুরু দিন একফালি রোদ।
হুম .. ঘুম ভাঙ্গা ভোরে, তোরই আদরে
হয় যে শুরু দিন একফালি রোদ।
মন যে লাগে না আর কোনো কাজে
তোর ইশারাতে কাটুক প্রহর।
বলে দে.. আমায়
রেখে দে.. হৃদয়,
রাত দিন, কী সকাল হই যে বেসামাল
তুই ছুঁয়ে দিলে অকারণ।
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন,
হলি যে কবে
আমার বাঁচার কারণ।
থাকবো পাশে
সুখে, দুঃখে আজীবন,
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন।
পেয়েছি তোকে এরবেশী চায় কী এ মন লিরিক্স :
Cheyechi toke aami
Tui je vishon daami
Theke ja sathe amar
Jonom jonome evabei
Peyechi toke er beshi chay ki e mon
Holi je kobe amar banchar karon
Thakbo pashe sukhe dukhe aajibon
Peyechi toke er beshi chay ki e mon
Bole de amay rekhe de hridoy
Ekta jibon porche je kom
Toke valobeshe evabe
Bujhe ne bujhe ne
Bujhe ne, ne amake
Rekhe de hridoy majhare
Ghum vanga bhore tori adore
Hoy je shuru din ekfali rod
Mon je laage na aar kono kaaje
Tor isharate katuk prohor
Bole de amay rekhe de hridoy
Raat din ki sokal hoi je besamal
Tui chuye dile okaron
0 Comments